অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত বাগান বাড়ি

 কোন্নগর এ অবস্থিত বাংলার শিল্প জগতের অন্যতম নক্ষত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের  বাগানবাড়ি। কোন্নগর অরবিন্দ রোড সংলগ্ন এলাকায় গঙ্গার ধারে অবস্থিত এই বাগানবাড়িটি। দীর্ঘ সময় ধরে জীর্ণদশা থাকার পর অবশেষে ২০২০ সালে হুগলির কোন্নগর পৌরসভার উদ্যোগে পুনরুদ্ধার করা হয় এই বাগানবাড়িটি। এই বাগান বাড়িটির প্রতিটি ইঁট সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার। ছেলেবেলায় এই বাগানবাড়ি থেকেই তার চিত্র শিল্প শুরু হয়। গল্পে আছে তিনি ছোটোবেলায় এইখানেই একটি কাঁঠাল গাছের তলায় বসে কাঠবিড়ালির সাথে খেলা করতেন।জীর্ণ দশায় পড়ে থাকায় বাগানবাড়িটি ২০১৭ সালে লক্ষতিয়ার থেকে কিনে নেয় কোন্নগর পৌরসভা। তারপর জঙ্গলে পরিণত হওয়া বাগানবাড়িটিকে পুনর্নির্মানের কাজ শুরু হয়।

WhatsApp Image 2023-05-08 at 16.05.22_0.jpg

অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হলেও এই বাড়িতে তাঁর শৈশবের দীর্ঘ সময় কেটেছে। এমনকী তার একাধিক ছবি আঁকা সাহিত্য রচনা এই বাড়িটিতে বসেই করেছেন তিনি। শিল্পীর বাড়ি তাঁর বাগান বাড়ির প্রায় প্রতিটি ঘরেই রয়েেছ তাঁর আঁকা ছবির সম্ভার। শিল্পীর আঁকা একাধিক ছবি দিয়ে ঘরগুলি সাজানো রয়েছে। তাঁর তৈরি কাটুম-কুটুমও রয়েছে এখানে। জাপানি চিত্র শিল্পীতেও পারদর্শী ছিলেন অবন ঠাকুর।

WhatsApp Image 2023-05-08 at 16.08.19_0.jpg

এখানে অবন ঠাকুরের আঁকা শাহজাহান এবং মাদার ইন্ডিয়া ছবির রেপ্লিকা দেখা যায়। সপ্তাহের সাত দিনই খোলা থাকে। কোন্নগর স্টেশন থেকে আসা যায় টোটো বা অটোতে আবার গাড়িতেও বালি ব্রিজ পেরিয়ে আসা যায় এই অবন ঠাকুরের বাংলোয়। এখানে ছোটদের খেলার জায়গাও রয়েছে। কাজেই সপ্তাহান্তে অনায়ােসই বেড়িয়ে আসা যায় এই অবন ঠাকুরের বাংলো।

এমনই বিভিন্ন ধরনের উপকারী তথ্য পেতে আমাদের চ্যানেল Bengal Fusion News Time সাবস্ক্রাইব করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll