পাংশু লেক, যার অপর নাম লেক অফ নো রিটার্নস...

 লেক বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রাকৃতিক মনোরম পরিবেশ। কোথাও গাছগাছালিতে ভর্তি, আবার কোথাও উচু উচু পাহাড় দিয়ে ঘেরা একটি ছোট লেক। আমরা অনেকে হয়তো বেড়াতেও যায় সেইসব লেকের ধারে। কিন্তু জানেন কি আমাদের এই ভারতবর্ষের রয়েছে এক অদ্ভুত লেক। শুধু অদ্ভুত না বেশ রহস্যময়। মিজোরাম এবং মায়ানমার এই দুই  স্থানের সীমান্তে অবস্থিত পাংশু লেক। তবে এই লেখাটির আরো একটি নাম রয়েছে সেটি হল লেক অফ নো রিটার্নস। অর্থাৎ এই লেকের ধারে যিনি যান তিনি আর ফিরে আসতে পারেন না। এই কথা কিন্তু অনেকদিন ধরেই প্রচলিত রয়েছে স্থানকে ঘিরে। আর এই ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে পর্যটকদের সঙ্গে যারা আগে থেকেই লেক সম্পর্কে কিছু জানেন না তাদের সঙ্গে। কিন্তু তারা কোথায় যায় কী হয় তাদের সঙ্গে সেটা কেউ জানেনা। এই ঘটনার সূত্রপাত তা বেশ কয়েক বছর আগে।যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সেনারা চীনকে সাহায্য করার জন্য এই অঞ্চল দিয়ে রাস্তা তৈরি করেছিল যাতে সহজে ধরা চীনের পথে পাড়ি দিতে পারে । সেই রাস্তার পথে পরত এই লেক। কোনও  যাত্রীবাহী প্লেন বা কোনও যুদ্ধবিমান  যখন এই লেকের উপর দিয়ে যেত খুব স্বাভাবিকভাবে তার আর কোন চিহ্ন পাওয়া যেত না।  যদিও বা কোনও চিহ্ন পাওয়া যেত বেশিরভাগ ক্ষেত্রে সেগুলিতে দেখা যেত যান্ত্রিক ত্রুটি না হলে অন্য কোনও কারণ। কিন্তু আসলে কি ঘটত তা আজও জানা যায়নি।

pier-gcaf826ec4_1920_0.jpg

 এই কথা যখন বিশ্বের কাছে সামনে আসে তখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একদল সেনাকে আনা হয়েছিল এই স্থানটি পরীক্ষা করার জন্য। প্রথমে তারা এটিকে গুজব বলে মনে করলেও পরবর্তীকালে তাদের সঙ্গেও ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য এই লেকের সামনে থেকে কিছু নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে সেই মার্কিন সেনারা যখন নমুনা সংগ্রহ করেছিল তখন হঠাৎ করেই জলের পরিমাণ এতটাই বেড়ে যায়  সেই মানুষগুলি সমেত ভাসিয়ে নেয় গোটা স্থান। বর্তমানে এই স্থানটিকে সরকার থেকে দায়িত্ব নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।  তার অন্যতম কারণ হল  যাতে কোনও পর্যটক অচেনা কোনও ব্যক্তির সাথে একই রকম দুর্ঘটনা না ঘটে।

lake-g212a92fc7_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের BENGAL FUSION NEWS TIME চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll