স্নানের আগে সপ্তাহে একদিন এই টোটকা

শীতকাল হোক বা বর্ষাকাল আমরা একটু বেশি যত্ন নিই আমাদের ত্বকের। বিশেষ করে শীতকালে আমাদের স্কিনের ওপর  ডেড স্কিন সেল বেশি তৈরি হয়। অনেক সময় সাদা সাদা ছোপ বা ফাটা চামড়াও তৈরি হয়। এগুলোকে পরিষ্কার করার জন্য আজ বলবো এক ঘরোয়া টোটকা। যদি নিয়ম মেনে এই টোটকা সপ্তাহে মাত্র একদিন করা যায় তাহলেই সব রকমের স্কিনের সমস্যার মোকাবিলা করা যাবে। প্রথমেই বলি কি কি লাগবে।

5 Hot Bath Benefits You Need to Know About - GoodRx

 যেকোনো একটা বাটি কাঁচের হোক কিংবা স্টিলের তাতে এক চামচ গ্লিসারিন এক চামচ মধু এক চামচ নারকেল তেল হাফ চামচ হলুদ এক চামচ পাতি লেবুর রস এবং এক চামচ কফি। পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে স্নানের আগে আমাদের যে খোলা অংশগুলি রয়েছে শরীরে সেখানে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। ভালো করে মেসেজ করলেই দেখা যাবে ডেড স্কিন সেলগুলো আসতে আসতে উঠে আসছে। নিয়মিত করে দেখো বন্ধুরা। সপ্তাহে মাত্র একদিন করলেই দারুণ ফল পাবে। তবে এটা ব্যবহার করার পর আর সাবান ব্যবহার করা দরকার নেই। কারণ এমনিতেই শীতকাল রুক্ষ সময়। ত্বকের উপর থেকে আমাদের ময়েশ্চারাইজার তুলে নিতে পারে সাবান। তাই এটা শুধু ব্যবহার করলেই হবে।

Body Scrubs, Exfoliators and Skin Polishing: What's the Difference?

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret.
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll